1. halimxoc2@gmail.com : Admin@65 : জি কক্স টিভি
  2. azizurrahmanrajo@gmail.com : আজিজুর রহমান রাজু : আজিজুর রহমান রাজু
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
Latest Posts

পুলিশ সম্পর্কে সকল ধারণা পাল্টে দিয়ে প্রশংসিত ওসি গোলাম কবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৩ ভিউ সময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ বাহিনীর দুর্দান্ত সাহসী কিছু অফিসার রয়েছে যারা তাদের সৎ সাহসকে পুঁজি করে জনগণের শান্তির জন্য দিনরাত সকল অন্যায়কে বিতাড়িত করে পুলিশ বাহিনীকে করে তুলেছেন প্রশংসিত। ঠিক তেমনি একজন বিনয়ী, সৎ,মেধাবী ও সাহসী দায়িত্বশীল কর্মকর্তা হলেন ঈদগাঁও থানার ওসি মোঃ গোলাম কবির । একজন ওসি থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ তার দায়িত্ব শতভাগ সফলভাবে পালন করেও যে, আন্তরিকতা ও দিয়ে গোটা উপজেলাবাসীর মন জয় করতে পারে তার এক জ্বলন্ত প্রমাণ তিনি দেখিয়ে দিয়েছেন। পুলিশের প্রতি সাধারণ মানুষের ভিন্ন ধারণা থাকলেও ঈদগাঁও থানার এই ওসি গোলাম কবির যোগদানের পর সে ধারণা বদলে দিয়েছেন। ব্যতিক্রমধর্মী একজন পুলিশ অফিসার হিসাবে তিনি তার সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে থানাতে আসা সাধারণ মানুষের সেবা শতভাগ নিশ্চিত করতে বদ্ধপরিকর ছিলেন। শুধু তাই নয় তিনি চুরি-ডাকাতি,অপহরণ, দখলবাজ সিন্ডিকেট, মাদক ও জুয়ার বিরুদ্ধেও কঠোর। তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীদের কাছে আতঙ্ক ছিলেন। তিনি ২৯ অক্টোবর ২০২২ সালে ঈদগাঁও থানায় যোগদানে এক বছরে নিজের সততা, মেধা, বিচক্ষণতা ও কর্মদক্ষতায় সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। তিনি শ্রেণি ভেদাভেদ না করেই যখন যেখানে যে ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন তিনি তাই করেছেন। তিনি যে কোনো ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সাড়া দিতেন । তার বেশ কয়োটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে দীর্ঘদিন ধরে ঈদগাঁও ঈদগড় সড়কে সক্রিয় ডাকাত ও অপহরণ সংঘবদ্ধ একটি চক্র প্রতিদিনই কোনা কোন ডাকাতি অপহরণ চালাতো এই চক্রটি, ওসি গোলাম কবির যোগদানের পর তার নেতৃত্বে সাঁড়াশি অভিযানে এই অপহরণ চক্রের মূলহোতা সালেহ আহমেদ কে অস্ত্রসহ গ্রেফতার করে ঈদগাঁও থানা পুলিশ।পরে ঈদগড় সড়ক অপহরণ মুক্ত করে জনজীবনের নিরাপত্তা ফিরিয়ে পুলিশ ক্যাম্প স্থাপন করেন ওসি গোলাম কবির । ঈদগাঁও পোকখালীতে মসজিদ মাদ্রাসায় টয়লেট মল নিক্ষেপ করে পরে আগুন ধরিয়ে দিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে সাহেদ কামাল নামের এক ব্যক্তি বিষয়টি নিয়ে যখন এলাকায় থমথমে ঠিক সেই মুহূর্তে ঈদগাঁও থানা পুলিশের অভিযানে অভিযুক্ত সাহেদ কামালকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনেন। তিনি থানায় যোগদানের পর থেকে নিজ যোগ্যতা আর দক্ষতার বলে উপজেলাবাসীকে সচেতন ও সাধারণ এলাকাবাসীর মন জয় করেছেন। সেই সাথে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলি প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। থানা এলাকা থেকে টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম্য বন্ধ করেন । পুলিশি সেবা গ্রহীতাদের দুর্ভোগ লাগবেই নিরলস ভাবে কাজ করেছেন ঈদগাঁও থানার ওসি। ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উন্মোক্ত রেখেছেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, অপহরণ চক্র,ডাকাতি, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন গোলাম কবির । ঈদগাঁও থানায় তার ১৪ মাস পূর্ণ হয়ে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) তিনি কুতুবদিয়া থানায় তার বদলির আদেশ আসে। ১৪ মাসে ঈদগাঁও থানায় এমন প্রশংসনীয় কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবির বলেন, মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। ওসি হিসেবে যতদিন কর্মরত ছিলাম আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন করেছি। যাতে করে মানুষ শান্তিতে ঘুমাতে ও স্বস্তিতে থাকতে পারে। তিনি বলেন, কোথাও সন্ত্রাসী, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, অপহরণ,চাঁদাবাজি, ছিনতাই করে আর সে ঘটনা যদি পুলিশকে জানালে তাহলে তথ্য দাতার পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরো বলেন অপরাধ দমনের পাশাপাশি উপজেলাকে অপহরণ ও ডাকাত মুক্ত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছি । তিনি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। আমি ২৯ অক্টোবর ২০২২ ইং তারিখে ঈদগাঁও থানায় যোগদান করেছিলাম, ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী লিখিত দিয়ে মাদক ব্যবসা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন ,পূর্বের যে কোন সময়য়ের চেয়ে ঈদগাঁও অপরাধের প্রবণতা কমে গেছে, এটা আমাদের বিরাট সাফল্য। ঈদগাঁওতে যতদিন কর্মরত ছিলাম চেষ্টা করেছি শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যে-সব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি। এর পরিপ্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবিরকে বদলি করা হয়। তার নতুন কর্মস্থল এখন দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

0 responses to “পুলিশ সম্পর্কে সকল ধারণা পাল্টে দিয়ে প্রশংসিত ওসি গোলাম কবির”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © gcoxtv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.